Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। জনসংখ্যা, খানা সংখ্যা, শিক্ষার হার, ইউনিয়ন ও গ্রাম ওয়ারী জনসংখ্যা ইত্যাদি সেবাসমূহ উপজেলা পরিসংখ্যান অফিসে সরাসরি আবেদনের মাধ্যমে পাওয়া যাবে। এবং বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ কর্তৃক প্রকাশিত তথ্যসম্বলিত বইসমূহ নির্ধারিত মূল্যে ঢাকা সদর দপ্তর হতে পাওয়া যাবে।

 

২। সকল প্রকার শমারী পুরচালনা করা (আদম শুমারি, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি ইত্যাদি)।

 

৩। জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন ও বর্হিগমন সংক্রান্ত তথ্য।

 

৪। খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবার সমূহের অর্থনৈতিক অবস্থা ও দারিদ্রতার হার সংক্রান্ত তথ্য।